আইন ও অপরাধ

ব্যবসায়ী নূরুল হত্যা মামলা ডিবিতে

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যা মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হচ্ছে। রাজধানীর নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আজ শুক্রবার এ মামলার আসামি প্রাক্তন কাস্টমস কমিশনার শাহাবুদ্দিন নাগরী ও নিহত নূরুল ইসলামের স্ত্রী নূরানী আক্তার সুমির দ্বিতীয় দফার চারদিনের রিমান্ড শেষ হওয়ায় আদালতে হাজির করা হবে। ওসি আতিকুর রহমান বলেন, ‘ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে আমরা বিভাগীয় আদেশের কপি হাতে পেয়েছি। আগামীকাল যেকোনো সময় মামলার সকল কাগজ ও আলামত ডিবির কাছে হস্তান্তর করা হবে।’ তিনি বলেন, এ মামলায় গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন নাগরী ও সুমির দ্বিতীয় দফার চারদিনের রিমান্ড শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মামলা সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা রাইজিংবিডিকে জানিয়েছেন, শাহাবুদ্দিন  নাগরী ও সুমি পরস্পর বিরোধী তথ্য দিচ্ছেন। আগের পাঁচদিনের রিমান্ডে তারা যে তথ্য দিয়েছিলেন এখন তা অস্বীকার করছেন। এর আগে পাঁচদিনের রিমান্ডে শাহাবুদ্দিন নাগরী ও সুমি নূরুল ইসলামকে হত্যা ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ব্যবসায়ী নূরুল ইসলামকে এলিফ্যান্ট রোডে নিজ বাসার বেড রুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন নিহতের বোন শাহানা রহমান কাজল ভিকটিমের স্ত্রী, স্ত্রীর বন্ধু মো. শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ১৭ এপ্রিল ভোরে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে শাহাবুদ্দিন নাগরী ও সুমিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৩ এপ্রিল তাদের দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে দেন আদালত। রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/নূর/উজ্জল