আইন ও অপরাধ

নাহার ইলেকট্রিক্যালের পরিচালকের মামলা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক : নাহার ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক প্রাইভেট লিমিটেডের পরিচালক এ কে এম মনিরুল হকের বিরুদ্ধে দায়ের করা চেক ডিজঅনার মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কেন তার মামলার কার্যক্রম বাতিল করা হবে না, এ মর্মে রুলও জারি করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মনিরুল হকের আইনজীবী ইশরাত হাসান। আগামী চার সপ্তাহের মধ্যে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী ইশরাত হাসান বলেন, একটি বেসরকারি ব্যাংকের চট্টগ্রামের শেখ মুজিব রোড শাখা থেকে নাহার ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক প্রাইভেট লিমিটেড জমি বন্ধক দিয়ে ঋণ গ্রহণ করে। কোম্পানির কাছ থেকে সিকিউরিটি হিসেবে চেক নেয় ব্যাংক। কিন্তু ব্যবসায়ী লোকসানের কারণে যথাসময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ উক্ত চেক ডিজঅনার দেখিয়ে কোম্পানির বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে চট্টগ্রামের মেট্রোপলিটন আমলি আদালত-৩ এ বিচারাধীন আছে। এ মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ কে এম মনিরুল হক। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত উক্ত আদেশ দেন। রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৭/মেহেদী/রফিক