আইন ও অপরাধ

শাফাতের দেহরক্ষী ও গাড়িচালকের ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক : বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় আসামি শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক ইসমত আরা অ্যানি রিমান্ডের আবেদন করেন। আজ বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানার আদালতে এ বিষয়ে শুনানি হবে। গতকাল সোমবার রাতে রহমতকে গুলশান থেকে গোয়েন্দা পুলিশ এবং বিল্লালকে নবাবপুর রোড থেকে র‌্যাব গ্রেপ্তার করে। প্রসঙ্গত, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা।

       

রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৭/মামুন খান/ইভা