আইন ও অপরাধ

খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক : মানহানির একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে তদন্ত  প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ জুন ধার্য করেছেন আদালত। মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর মন্তব্যের এ মামলায় বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ১৫ জুন ঠিক করেছেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ১৮ বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা। ২০১৬ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদদের নিয়ে বিতর্কীত মন্তব্য করেন। অন্যদিকে ওই বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বিতর্কীত মন্তব্য করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/মামুন খান/ইভা