আইন ও অপরাধ

বনানীতে ধর্ষণ : তদন্ত শেষ হচ্ছে শিগগিরই

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলায় তদন্ত শিগগিরই শেষ হবে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে বলে পুলিশ আশা করছে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন বুধবার ঢাকা মেট্রোপলিশন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে আসামিরা এ ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেগুলোর যাচাই-বাছাই চলছে। আর পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’ বাতেন আরও বলেন, ‘ঘটনা সম্পর্কে অনেক তথ্যই মিলেছে। নতুন কিছু পাওয়ার নেই। অপেক্ষা করা হচ্ছে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কিনা। ঘটনার তদন্ত সম্পর্কিত তথ্য যথাসময়ে মিডিয়াকে অবহিত করা হবে।’ উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এ ঘটনায় ৬ মে বনানী থানায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ