আইন ও অপরাধ

চেক ডিজঅনার : আইনজীবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : চেক ডিজঅনার মামলায় মনিরুল ইসলাম (আকাশ) নামের এক আইনজীবীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ জিনাত সুলতানা এ রায় ঘোষণা করেন। রায়ে ওই আইনজীবীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আসামি মনিরুল ইসলাম (আকাশ) বাদী ফাহিমা বেগম লিজার কাছ থেকে টাকা ঋণ নেন। মনিরুল ইসলাম ঋণের টাকা পরিশোধের জন্য ২০১৩ সালের ১০ মার্চ বাদীকে পূবালী ব্যাংক লিমিটেডের বার লাইব্রেরি শাখা থেকে নগদায়নযোগ্য ৫০ হাজার টাকার একটি চেক দেন। বাদী ২০১৩ সালের ১৯ আগস্ট ওই শাখায় চেকটি উপস্থাপন করলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়ে যায়। এর পর ১৬ আগস্ট বাদী আসামিকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে টাকা পরিশোধের অনুরোধ করেন। কিন্তু আসামি বাদীর সাথে যোগাযোগ না করে নীরব থাকেন। বাদী বুঝতে পারেন, ঋণের টাকা পরিশোধ না করে তা আত্মসাত করার জন্য আসামি পরিকল্পনায় লিপ্ত আছে। যার কারণে তিনি মামলাটি দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/মামুন খান/রফিক