আইন ও অপরাধ

‘রেইনট্রি হোটেল ধ্বংসের মুখে’

নিজস্ব প্রতিবেদক : বনানীর বহুল আলোচিত হোটেল দ্য রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এ এইচ আদনান হারুন বলেছেন, ‘হোটেলটি এখন ধ্বংসের মুখে। অনেকেই ভয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। অনেকেই সামাজিক মর্যাদার কারণে হোটেলে আসছেন না।’ বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের গঠন করা তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আদনান হারুন বলেন, ‘হোটেলটি নিয়ে যা হচ্ছে, তা কোনোদিন ভাবিনি। অনেক আশা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন শুধু আমাদের মান-সম্মানই যাচ্ছে না, হোটেলটিও ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘সেই রাতে যদি কেউ মানবাধিকার লঙ্ঘন করে থাকে, তাদের বিচার চাই। তার দায় হোটেল কর্তৃপক্ষ নেবে না।’ এদিকে গুলশানের জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বনানী থানার অফিসার ইনচার্জকে (ওসি) বৃহস্পতিবার ডেকেছিল মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। তবে তারা এদিন আসেননি। ২৮ মার্চ রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন দুই তরুণী। ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন তারা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে মানবাধিকার কমিশন। রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৭/মাকসুদ/রফিক