আইন ও অপরাধ

বিজিবির ওয়েব পেইজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম ও পরিমার্জিত ওয়েব পেইজ উদ্বোধন করা হয়েছে। সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ওয়েব পেইজের উদ্বোধন করেন মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বিজিবির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে সীমান্তের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির সুবিধার্থে সর্বাধুনিক ‘লারজ ফরমেট ডিসপ্লে’ স্থাপন করা  হলো। যার মাধ্যমে  সীমান্তের কার্যক্রম সরসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এ সিস্টেমের ফলে একইসঙ্গে আটটি টিভি চ্যানেল মনিটর করা যাবে। যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদ পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ সহজ হবে। বিজিবির সব রিজিয়ন ও সেক্টরের সঙ্গে ভিডিও কনফারেন্স করা যাবে। সীমান্তে অবস্থিত বিওপি ও আইসিপিসমূহ থেকে মোবাইল সংযোগের মাধ্যমে সীমান্তের ভিডিও সরাসরি দেখা যাবে। সীমান্তের যেকোনো পরিস্থিতি প্রতিবেদন মোবাইল সংযোগের মাধ্যমে ডিসপ্লেতে দেখা যাবে এবং তথ্য প্রক্রিয়াকরণ করা যাবে। বিজিবির সব রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপিসমূহের ঘটনার প্রতিবেদন ডাটাবেজের মাধ্যমে সিস্টেমে দেখা যাবে ও প্রক্রিয়াকরণ করা যাবে। মেসেজিং প্লাটফরমের মাধ্যমে যেকোনো ব্যক্তি ও গ্রুপের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ সিস্টেমে স্যাটেলাইট ম্যাপ প্রদর্শন এবং অপারেশনাল কাজে ব্যবহার করা যাবে। কম্পিউটার থেকে সরাসরি তথ্য প্রদর্শন ও প্রক্রিয়াকরণ করা যাবে। ভবিষ্যতে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ব্যবহৃত সব গেজেটের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। ভবিষ্যতে সীমান্ত থেকে সিসি টিভি ভিডিও ফুটেজ প্রদর্শন করা যাবে। এ ছাড়া আরো অনেক সুবিধা আছে এ ওয়েব পেইজটিতে। রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/মাকসুদ/সাইফুল