আইন ও অপরাধ

ইলিয়াস আলীর স্ত্রীর বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী  লুনাকে যুক্তরাজ্যে যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এর আগে সকালে যুক্তরাজ্যে যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘বাধা’ পাওয়ার পর হাইকোর্টে রিট দায়ের করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আইনজীবী সগির হোসেন লিয়ন বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে গতকাল রোববার সকাল ১০টায় লন্ডন যাত্রাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। পরে এর বিরুদ্ধে রিট আবেদন করা হয়। রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/মেহেদী/সাইফুল