আইন ও অপরাধ

জয়নুল আবদিন ফারুকের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : পল্টন থানার নাশতকার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন নাকচ করে দেন। জয়নুল আবদিন ফারুকের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার জামিন শুনানি করেন। এর আগে গত ২ জুলাই বিএনপির এ নেতা পল্টন থানার মোট ছয় মামলায় ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই দিন আদালত জয়নুল আবদিন ফারুককে দুই মামলায় জামিন মঞ্জুর করেন। অপর চার মামলায় জামিন নামঞ্জুর করেন। যার ফলে তাকে কারাগারে যেতে হয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলোয় বিএনপির আরো অনেক শীর্ষ নেতারাও আসামি রয়েছেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৭/মামুন খান/এসএন