আইন ও অপরাধ

আরো ৩ মামলায় বরকত উল্লাহ বুলুর হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের  সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব ও সানজিদ সিদ্দিকী। এর আগে চলতি মাসে হাইকোর্টের অপর দুটি বেঞ্চ থেকে আরো  ১৭টি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বর্তমানে কারাগারে আছেন। ২০১৫ সালে  রাজধানীর শেরেবাংলা নগর, মুগদা ও বিমানবন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪  জুলাই ২০১৭/মেহেদী/সাইফুল