আইন ও অপরাধ

৩০০ ফুট রাস্তার পাশে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে নদী পর্যন্ত ৩০০ ফুট রাস্তার উভয়পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০০ ফুট রাস্তার উভয়পাশের অবৈধ কার-পার্কিং, দোকানপাটসহ প্রায় ৪০-৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের সময় ট্রাফিক পুলিশ অবৈধ পার্কিংয়ের স্থানে পার্ক করা ১৮টি গাড়ি রেকার লাগিয়ে নিয়ে যায়। রাজউকের এ উচ্ছেদে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল হকসহ অন্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে। উল্লেখ্য, গত সোমবার একই স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেশকিছু অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয় রাজউক। এ ছাড়া উচ্ছেদের সময় ট্রাফিক পুলিশ অবৈধ পার্কিংয়ের স্থানে পার্ক করা ১২টি গাড়ি রেকার লাগিয়ে নিয়ে যায়। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে। রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/আশরাফ/সাইফ