আইন ও অপরাধ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় দেবর-ভাবির যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় দেবর-ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় ঘোষণা করেন। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শাকচর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মাইন উদ্দিন ও তার বড় ভাই নুরুল ইসলামের স্ত্রী হালিমা বেগম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যা সন্তানের ভরণ পোষণের ব্যয় বহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রের পক্ষে ডেপুটি কালেক্টরকে নির্দেশ প্রদান করা হয়। অতিরক্তি পাবলিক প্রসিউকিটর মো. আবুল বাসার জানান, ২০০৫ সালের ৪ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ভাবি হালিমার সহযোগিতায় মাইন উদ্দিন ধর্ষণ করেন। পরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাইন উদ্দিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ওই বছরের ৩০ অক্টোবর মাইন উদ্দিন ও তার ভাবি হালিমা বেগমকে আসামি করে সদর থানায় মামলা করেন ওই তরুণী। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করেন। রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২৭ জুলাই ২০১৭/পলাশ সাহা/উজ্জল