আইন ও অপরাধ

শিশুকে ধর্ষণের পর হত্যা: শিপন ছয় দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিপনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ রিমান্ডের আদেশ দেন। শিপনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শওকত হোসেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হরলাল মল্লিক এ তথ্য জানিয়েছেন। রোববার রাতে রাজধানীর বাড্ডার আদর্শনগর এলাকা থেকে শিপনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন সংবাদ ব্রিফিংয়ে জানান, শিশুটির বাবা-মা আদর্শনগরে টিনশেড বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। বাড়িটির অনেকগুলো ঘরের প্রায় প্রতিটিতেই একটি করে পরিবার থাকে। আবদুল বাতেন আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন শিশু তানহাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছেন। তানহাদের পাশের আরেকটি বাড়ির এক কক্ষে ভাড়া থাকতের শিপন ও তার স্ত্রী। দিনমজুর পরিচয়ে ওই বাসায় থাকলেও চকবাজার থানার একটি ডাকাতির মামলায় পাঁচ বছর কারাগারে ছিলেন শিপন। রোববার বিকেল ৫টার দিকে শিপনের কক্ষের সামনে দিয়ে নিজেদের ঘরে ফিরছিল তানহা। এ সময় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে টান দিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন শিপন। তানহা চিৎকার করলে সঙ্গে সঙ্গে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এরপর বাসার শৌচাগারের কমোডে শিশুটির লাশ ফেলে যান শিপন। এরপর শিপন হত্যার আলামত নষ্টের জন্য বিছানার রক্তমাখা চাদর, পরনের গেঞ্জি ও লুঙ্গি বালতিতে ভিজিয়ে রাখেন। সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে তানহার লাশ উদ্ধার করা হয়। রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৭/মামুন খান/রফিক