আইন ও অপরাধ

পূর্বাচলে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কয়েকটি সেক্টরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ নম্বর ও ১১ নম্বর সেক্টরের প্রায় ২০-২২টি ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ১ নম্বর সেক্টরের লিংক রোডের পাশে বেশকিছু অবৈধ স্থাপনা অপসারণ করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। রাজউকের এ উচ্ছেদে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে। উল্লেখ্য, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউক নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে। রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৭/আশরাফ/সাইফ