আইন ও অপরাধ

‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় চক্রান্তের নতুন রূপ’

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে চক্রান্তের নতুন রূপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সতীর্থ স্বজন আয়োজিত জাতীয় শোক দিবসের  এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রায় বলেন আর পর্যবেক্ষণ বলেন, এগুলো সবই চক্রান্তের নতুন রূপ। সেটা শেখ হাসিনাকে ঠেকানোর জন্য। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ তিনি পঁচাত্তর ও একাত্তরের ঘাতকদের বিচার করেছেন। এটা বোঝার জন্য আমাদের ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না।’ নাসিম বলেন, ‘শেখ হাসিনাই এখন মূল টার্গেট। শেখ হাসিনাকে হারানোর জন্য গভীর চক্রান্ত চলছে। বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, আমাদেরকে অঙ্গীকার করতে হবে, শেখ হাসিনাকে আমরা হারাতে পারি না। ১৯৭১ সালের মুসলিম লীগ, বর্তমানে জামায়াত ও বিএনপি এদের রূপ একই। এরা শুধু নাম পাল্টিয়ে ষড়যন্ত্র করছে।’ ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা মন্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের  এই  নেতা বলেন, ‘ইদানিং ব্যারিস্টার মওদুদ খুব বড় বড় কথা বলছেন, প্রেসক্লাব গরম করে ফেলছেন। কত বড় ভণ্ড এই লোকটি। তিনি যখন আইনমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলা আদালতে পর্যন্ত তোলেননি।’ আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ’ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই রায় বাতিল হওয়ায় কেউ কেউ যখন উৎসাহিত হন আমরা তখন অবাক হই। এরাই আবার মুখে গণতন্ত্রের কথা বলেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় জনগণের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে।’ সাংবাদিক রাহাত খানের সভাপতিত্বে আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য আব্দুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কর্নেল জামিলের মেয়ে আফরোজা জামিল কঙ্কা প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৭/মেহেদী/সাইফুল