আইন ও অপরাধ

বোমা নিষ্ক্রিয় করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর পন্থপথে একটি আবাসিক হোটেলে চালানো জঙ্গিবিরোধী অভিযানে এক জঙ্গি নিহতের পর ভেতরে থাকা বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। ভেতরে কী পরিমাণ বিস্ফোরক রয়েছ তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের বক্তব্যে সেখানে দুটি সুইসাইডাল ভেস্ট  থাকার কথা জানা গেছে। সেই অনুযায়ী ছয়ের অধিক অবিস্ফোরিত বোমা থাকতে পারে বলে জানা গেছে। এদিকে হোটেল থেকে আনুমানিক পাঁচ শতাধিক গজ দূরত্ব পর্যন্ত কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। গোয়েন্দা সূত্র জানিয়েছে, ভেতরে লাশ ও আনুসাঙ্গিক আলামত সংগ্রহ করবে সিআইডি। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) পাঠানো হবে। এদিকে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) –এর সদস্যদের দেখা গেছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/নূর/ইভা