আইন ও অপরাধ

রায় নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে গণমাধ্যমে কথা বলবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনের সামনে রক্তদান কর্মসূচি শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি  বলেন, ‘রায় নিয়ে প্রকাশ্যে বা গণমাধ্যমে কিছু বলব না। তবে যা বলার কোর্টে বলব।’ তিনি আরো বলেন, ‘আজ আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে যে রক্ত ঝরানো হয়েছে তার প্রতিদানে রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা গরিব-অসহায়দের জন্য রক্তের ব্যবস্থা করছি।’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত বছর থেকেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/মেহেদী/সাইফুল