আইন ও অপরাধ

মাজারের খাদেম হত্যার বিচার দাবি তরীকতের

জ্যেষ্ঠ প্রতিবেদক : নোয়াখালী জেলার সোনাইমুড়ী হযরত আফজল শাহ (রহ.)- এর মাজারের খাদেম সোনামিয়াকে গলা কেটে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের ‍বিচার দাবি করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)। দলটির চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি, মহাসচিব লায়ন এম.এ আউয়াল এমপি বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে এ দাবি করেন। নেতারা বলেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা। ইতিপূর্বে মাওলানা নুরুল ইসলাম ফারুকী, পিডিবি’র সাবেক চেয়ারম্যান খিজির খানসহ সুফী মতার্দশে বিশ্বাসী ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের একই কায়দায় গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ধরণ দেখে এগুলো একইসূত্রে গাঁথা বলে মনে করছি। তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা, ২০০৫ সালে ১৭ আগস্ট ৬৪ জেলার ৫০০ স্থানে সিরিজ বোমা হামলা, সিপিবি’র জনসভায় বোমা হামলা, হযরত শাহজালাল (রহ.), হযরত সৈয়দ গেছুদারাস কল্লা শহীদ (রহ.)- এর মাজারে হামলাসহ বিভিন্ন দরবার, দরগা-মাজারে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী যে ভাবে হামলা চালিয়েছে নোয়াখালীর মাজারের খাদেম হত্যা তারই ধারাবাহিকতা মাত্র। সোনামিয়া হত্যাকাণ্ডে যারা ধরা পড়েছে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল রহস্য বের করার ও হোতাদের গ্রেপ্তারের দাবি জানান তরীকত নেতৃবৃন্দ। তারা নিহত সোনামিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/নঈমুদ্দীন/শাহনেওয়াজ