আইন ও অপরাধ

বিকল্প বিরোধ নিষ্পত্তিতে রেগুলেটরি বোর্ড গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক : বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে রেগুলেটরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি। শনিবার সুপ্রিম কোর্ট বার ভবনের আরবিট্রেশন সেন্টারে  ‘মেডিয়েশন ইন বাংলাদেশ অ্যান্ড ইউকে, এ কমপারেটিভ স্টাডি’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ দাবি জানান। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ইংল্যান্ডের এবিআর গ্রুপের মেডিয়েটর ব্যারিস্টার এম হারুন অর রশিদ। তিনি বলেন, বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে আইনে যে প্রভিশন আছে কোনো রেগুলেটরি বোর্ড না থাকায় সেগুলোর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে ভূমিকা রাখার জন্য মেডিয়েটর (মধ্যস্থতাকারী) তৈরি করতে রেগুলেটরি বোর্ড গঠনের দাবি জানান। ইংল্যান্ডে শত শত আইনজীবী কোর্টে প্র্যাকটিস না করে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে কাজ করছেন। বাংলাদেশে এ বিষয়ে জোর দেওয়া হলে মামলাজট কমবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সভাপতি  প্রাক্তন বিচারপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সঞ্চালনায় কর্মশালায় অ্যাডভোকেট আফসানা বেগম, তন্ময় রহমান শান্তা, অ্যাডভোকেট আনিছুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৭/মেহেদী/রফিক