আইন ও অপরাধ

বিচারপতি খায়রুল হক অসৎ ও নির্লজ্জ : মওদুদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অসৎ, অনৈতিক এবং নির্লজ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও বিচার বিভাগ নিয়ে এ বি এম খায়রুল হকের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মওদুদ আহমদ বলেন, খায়রুল হক এখন সরকারের মুখপাত্রের ভূমিকা নিয়েছেন। তার এ কর্মকাণ্ড দেখে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। ব্যারিস্টার মওদুদ বলেন, বিচারপতি খায়রুল হক তারই ছেড়ে যাওয়া প্রতিষ্ঠানকে (সুপ্রিম কোর্ট) কীভাবে হেয় করছেন? এটা ভাবলে আমাদের মাথা হেঁট হয়ে যায়। তিনি আরো বলেন, বিচারপতি খায়রুল হক মুন সিনেমা হলের মামলার মাধ্যমে কোথায় গিয়ে পঞ্চম সংশোধনীতে হাত দিয়ে তা বাতিল করলেন। অথচ তার রায়ে এখনো সেই হল মালিক তার হলের মালিকানা ফেরত পায়নি। এই হলো বিচারপতি খায়রুল হক। অবিলম্বে খায়রুল হককে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আহ্বান জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিচারপতি খায়রুল হক জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি তার রায়ে জনগণের বিরুদ্ধে গিয়ে শপথ ভঙ্গ করেছিলেন। একজন মন্ত্রীও রায়ের বিরুদ্ধে মন্তব্য করে তার শপথ ভঙ্গ করেছেন। রায়কে ঘিরে আওয়ামীপন্থি আইনজীবীরা বিভক্তি সৃষ্টি করছেন। অতীতেও অনেক রায় হয়েছে, কিন্তু এমনটা ঘটেনি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খায়রুল হক এ যুগের মীর জাফর। একটি রায় নিয়ে তিনি মন্তব্য করে বিচার বিভাগকে হেয় করেছেন। সরকারের টার্গেট সুপ্রিম কোর্টকে আঘাত করা। সমাবেশে নিতায় রায় চৌধুরী, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আবেদ রাজা, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিএনপিপন্থি আইনজীবীরা বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/মেহেদী/রফিক