আইন ও অপরাধ

জুরাইনে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : জুরাইনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান রাইজিংবিডিকে জানান, সোমবার রাতে জুরাইন করবস্থান এলাকায় এ ঘটনা ঘটে। গত ১২ আগস্ট জুরাইনে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে আহত হন মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী। তার সঙ্গে গুলিবিদ্ধ হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। তিনি জানান, ওই মামলার প্রধান আসামি শান্তনুকে সোমবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। রাতেই অন্যদের ধরতে কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/মাকসুদ/এসএন