আইন ও অপরাধ

‘চলন্ত গাড়ির ব্যক্তিই টার্গেট’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে র‌্যাব-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অবস্থান করা ব্যক্তিদের টার্গেট করে ছিনতাই করে। র‌্যাব দাবি করে, সোমবার রাতে শেরেবাংলা নগর থানার শিশুমেলা ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল, মো. খলিল, মো. হালিম, আলামিন, সুমন, মো. শহিদুল ইসলাম, শারমিন আক্তার সুখি এবং রুকসানাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাকু ও ব্লেড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা কয়েক বছর ধরে  রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে। চলন্ত গাড়িতে মানুষের ব্যবহৃত মোবাইল সেট এবং হাতে থাকা ল্যাপটপসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছোট-ছোট জিনিসপত্র হঠাৎ করে টান দিয়ে নিয়ে চলে যায় তারা। রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/মাকসুদ/সাইফ