আইন ও অপরাধ

চাল আত্মসাতে চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক : ভিজিএফ কার্ডের চাল বিতরণ না করে আত্মসাতের মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার পাবনার বাঁশতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নাগডেমরা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, একই ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম ওরফে দুদু, মো. নান্নু প্রমাণিক, মমিন ওরফে আব্দুল মমিন উদ্দিন, মিঠু ওরফে মিঠু সরকার ও আব্দুল মতিন। আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালের ৯ নভেম্বর পাবনার সাঁথিয়া থানা মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের  যোগসাজশে সরকারি ভিজিএফের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে বাজার মূল্যে বিক্রির জন্য গোডাউনে রাখেন। উপজেলা নির্বাহী অফিসার, সাঁথিয়া, পাবনা; সাঁথিয়া থানার এসআই খায়রুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্যদের অভিযানে গোডাউন থেকে মোট ১২৯ বস্তা চাল উদ্ধার করা হয়। গোডাউনের মালিক শ্যামলকে তখন গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। যা পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের জন্য দুদকে প্রেরণ করা হয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/এম এ রহমান/মুশফিক