আইন ও অপরাধ

গাড়িসহ ভাটারা থানার ওসিকে তলব

নিজস্ব প্রতিবেদক : কোনো উপযুক্ত কারণ ছাড়া এক ব্যবসায়ীর গাড়ি আটকে রাখার ঘটনায় ভাটারা থানার ওসিকে গাড়িসহ তলব করেছেন হাইকোর্ট। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। বুধবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা- উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. জাকারিয়া লিটন। এর আগে গত ১৩ জুলাই ভাটারা থানাধীন শপিং মলের সামনে থেকে গাড়িটি আটক করা হয়। গাড়ির মালিক মোমেন উদ্দিন ওই দিন গাড়িটি পার্কে রেখে শপিংয়ে যান। কিন্তু শপিং থেকে ফিরে গাড়ি না পেয়ে স্থানীয় থানায় যোগাযোগ করেন। এরপর থানায় গাড়ি ফেরত চেয়ে একটি আবেদন করেন এবং গাড়ি ফেরত পেতে বারবার থানায় তাগাদা দেন। কিন্তু থানা কর্মকর্তাদের কোনো সদুত্তর না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপরি উক্ত আদেশ দেন।

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/মেহেদী/সাইফুল