আইন ও অপরাধ

‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঐতিহাসিক’

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ঐতিহাসিক বলে মনে করেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির নেতারা। এই রায় নিয়ে অশোভন বিতর্কের অবতারণা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মনে করেন তারা। বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের জাতীয় আইনজীবী সমিতির নেতারা এ মত ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে ব্যক্তিগত বিরাগ বা ঈর্ষার বশীভূত হয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলে আপিল বিভাগকে বিতর্কিত করার চেষ্টার মাধ্যমে বিচার বিভাগের মর্যাদাকে দারুণভাবে ক্ষুণ্ন করা হয়েছে। এভাবে চলতে থাকলে আদালতের প্রতি মানুষের আস্থা কমতে কমতে এমন পর্যায়ে চলে যাবে যে কেউ বিচারের জন্য আদালতের স্বরণাপন্ন হবে না। এর ফলে দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। উচ্চ আদালতের রায় নিয়ে অশোভন মন্তব্য আগুন নিয়ে খেলার শামিল বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম, কে এম জাবিরসহ জাতীয় আইনজীবী সমিতির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/মেহেদী/রফিক