আইন ও অপরাধ

মেয়র সাক্কুর বিরুদ্ধে অভিযোগ শুনানি ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১০ অক্টোবর ধার্য করেছেন আদালত। বুধবার এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মেয়র মনিরুল হক সাক্কু হজে যাওয়ার কারণে আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক শামীম আহম্মেদ সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১০ অক্টোবর ঠিক করেন। এর আগে গত ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মনিরুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা। পরে আত্মসমর্পণ করে জামিন নেন মনিরুল হক সাক্কু। প্রসঙ্গত, ২০০৮ সালের ৭ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ঢাকার রমনা থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি একই কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে এ আসামির বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। মামলায় মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনও আসামি ছিলেন। অবৈধ সম্পদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে অনুযায়ী ১৮ এপ্রিল আফরোজা জেসামিনকে অব্যাহতি দেন আদালত।  রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/মামুন খান/রফিক