আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোজাহারুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক হায়দার আলী আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদালত সূত্র জানা গেছে, ২০১১ সালের ২০ এপ্রিল জেলার পীরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় স্ত্রী সালমা বেগমকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ মাটির নিচে পুতে রাখেন স্বামী মোজাহারুল ইসলাম। এর কয়েকদিন পর ঘটনাটি জানাজানি হলে পুলিশ ওই এলাকার একটি খেত থেকে সালমার লাশ উদ্ধার করে। পরে সালমার ভাই সফির উদ্দিন বাদী হয়ে মোজাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে মোজাহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।  রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি আব্দুল হামিদ ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন আবু মনসুর।

       

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৪ আগস্ট ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল