আইন ও অপরাধ

ঈদে অপ্রীতিকর ঘটনা ঘটেনি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদে আমাদের ভয় ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোমবার ডিএমপির সদর দপ্তরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ জামাতে বড় ধরনের ভয় ছিল। কারণ কিছু খারাপ মানুষ যারা পবিত্র ধর্ম ইসলামকে হেয় করার ষড়যন্ত্র করছে। তাদের আমরা নসাৎ করে দিয়েছি। আর এটি সম্ভব হয়েছে সবার আন্তরিক প্রচেষ্টার কারণে।’ স্বস্তি প্রকাশ করে আছাদুজ্জামান তিনি বলেন, ‘প্রায় ৩৪ হাজার সদস্য আমরা ঝাড়ুদার থেকে শুরু করে কমিশনার পর্যন্ত সবাই একটা পরিবারের মতো বাস করছি। সবাই মিলে ঈদ যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি সে ব্যাপারে আমাদের উদ্যোগ ছিল।’ এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/মুশফিক