আইন ও অপরাধ

জঙ্গি আস্তানায় ৫ জনই মারা যেতে পারে : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানায় শক্তিশালী বোমা বিস্ফোরণে ভেতরে থাকা জঙ্গি আবদুল্লাহসহ পাঁচজনই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বুধবার সকালে পুনরায় অভিযান শুরু পর এ বিষয়ে আরো নিশ্চিত হওয়া যাবে বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন। মঙ্গলবার রাতে শক্তিশালী কয়েকটি বোমার বিস্ফোরণের পর মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ভেতরে কেমিক্যালের তৈরি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই মূলত আস্তানা থেকে আর কোনো সাড়া শব্দ মেলেনি। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জঙ্গিরা সবাই মারা গেছে।’ উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে অবস্থিত ছয়তলা বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির জঙ্গি দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে মিরপুরে র‌্যাবের এই অভিযান শুরু হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/সাইফুল