আইন ও অপরাধ

সুন্দর টিমওয়ার্ক গড়ে উঠেছে ডিএমপিতে: কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রত্যেক সদস্যের আন্তরিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে শক্তিশালী টিম গড়ে উঠেছে। সুপরিকল্পিত টিমওয়ার্কের কারণে শোকাবহ আগস্ট ও ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার ডিএমপির সদর দপ্তরের এক সভায় তিনি এ কথা বলেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার বলেন, ‘আন্তরিকতা ও পেশাদারিত্ব ছিল বিধায় মার্কেট, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনাল ও গরুর হাটকেন্দ্রিক কোনো অঘটন ঘটেনি। পাশাপাশি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং পুরো শোকের মাসব্যাপী রাজধানীতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি হয়েছে, তাতে কোনো বিশৃঙ্খলা হয়নি। পুলিশের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দায়িত্ব পালন করেছেন।’ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আছাদুজ্জামান বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য, পরিশ্রম ও সমন্বয়ের মধ্য দিয়ে সবকিছু সম্ভব হয়েছে। একই সঙ্গে দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী কর্তব্য পালন করতে হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/মুশফিক