আইন ও অপরাধ

আবদুল্লাহসহ ৭ ‘জঙ্গির’ লাশ আঞ্জুমানে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুসসালামে জঙ্গি আস্তানা কমলপ্রভায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত জঙ্গি আবদুল্লাহসহ সাত জঙ্গির লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে দারুসসালাম থানা পুলিশের একটি দল সাত জঙ্গির লাশ আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করে। বিষয়টি জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। তিনি জানান, আঞ্জুমানে মফিদুল ইসলামের পক্ষে ডিউটি অফিসার শাহাদাৎ হোসেন লাশ বুঝে নেন। তাদের লাশ জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। গত ৫ সেপ্টেম্বর রাতে দারুসসালাম মাজার রোডে জঙ্গি আস্তানায় জঙ্গি আবদুল্লাহ, তার দুই স্ত্রী নাসরিন ও ফাতেমা, তিন থেকে নয় বছর বয়সি দুই ছেলে ওমর ও ওসামা এবং আবদুল্লাহর দুই কর্মচারী নিহত হন। এরপর ময়নাতদন্ত শেষে লাশগুলো ঢামেক মার্গে রাখা হয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৭/নূর/সাইফুল/শাহনেওয়াজ