আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন আইনে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী শংকর দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহদ-বিন-আমীন চৌধুরী এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার শংকর দত্তকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতে হাজির করে মতিঝিল থানা পুলিশ। তিনি আইন মন্ত্রণালয়ের সলিসিটরের ব্যক্তিগত কর্মকর্তা। শংকর দত্তের স্ত্রী অ্যাডভোকেট কাকলী মৃধা গত ১৬ আগস্ট ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ২০০০ সালের ১৫ ডিসেম্বর বিয়ের সময় বাদির পিতা ২১ ভরি স্বর্ণালংকার ও যাবতীয় আসবাবপত্র এবং পরবর্তী সময়ে এক একর ৪১ শতাংশ জমি বাদির নামে ক্রয় করে দেন। বিবাহিত জীবনে তাদের ২টি সন্তানও রয়েছে। কিন্তু আসামি প্রায়ই যৌতুকের জন্য বাদিনীকে মারধর করত। ২০১৫ সালে আসামি বাদিনীর কাছ থেকে এক একর ৪১ শতাংশ জমি জোর করে লিখে নেয়। সর্বশেষ গত ১৩ আগস্ট আসামি বাদিনীর কাছে ২ লাখ টাকা যৌতুক চেয়ে মারধর করে। রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২৯১৭/মামুন খান/শাহনেওয়াজ