আইন ও অপরাধ

ওসিসহ দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খারিজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ও উপপরিদর্শক (এসআই) আনসার আলীর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম প্রণব কুমার হুই যথাযথ সাক্ষ্য-প্রমাণ হাজির করতে না পারায় আবেদনটি খারিজ করে দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান। অভিযোগ খারিজের আদেশের বিরুদ্ধে রিভিউ করবেন বলেও জানান এ আইনজীবী। এর আগে বৃহস্পতিবার সকালে কলাবাগান থানার ওসি এবং এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন ধানমন্ডির বাসিন্দা বিলকিস বানু। অভিযোগে বলা হয়, হাইকোর্টের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিলকিস বানু ২৪ উত্তর ধানমন্ডি কলাবাগানের একটি বাড়ি বরাদ্দ চেয়েছেন। তার বাবা এম এ খালেক একজন মুক্তিযোদ্ধা। ওই বাড়ি বরাদ্দ নিয়ে এর আগে আদালতে একটি মামলা হয় এবং মামলার প্রতিবেদন দিতে বাদীর কাছে কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত ও এসআই আনসার আলী তার কাছে দশ লাখ টাকা ঘুষ চান। রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/সাইফ