আইন ও অপরাধ

প্রশিক্ষণ নোটসহ দুই জঙ্গি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- রুহুল্লাহ আতিক ওরফে নুরুল্লাহ ও চৌধুরী হামদান বিন ফিরোজ ওরফে মুহিত। এ সময় জঙ্গি প্রশিক্ষণ সংক্রান্ত নোট উদ্ধার করা হয়। রোববার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘শনিবার রাতে আব্দুল্লাহপুর এবং শনির আখড়ায় পৃথক অভিযানে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জঙ্গিবাদী প্রশিক্ষণ নোট সিট এবং ২টি চাকু উদ্ধার করা হয়।’ র‌্যাব জানায়, মুহিত ২০০৬ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি হয়। ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৩ বছর পরে এলএলবি কোর্স সম্পন্ন না করে ঢাকার একটি মাদ্রাসায় আরবী শেখার জন্য ভর্তি হয়। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দুবাইয়ের একটি কোম্পানিতে চাকরি করে দেশে ফিরে আসে এবং ২০১৫ থেকে মোবাইলের শোরুমে চাকরি করে আসছিল। ২০১৬ সালে র‌্যাব-১১ মো. মাহমুদুর রহমান ওরফে মাহমুদুল হাসান ওরফে মিশু ওরফে হেলাল এর হাত ধরে জঙ্গিবাদে যুক্ত হয় মুহিত। রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/সাইফ