আইন ও অপরাধ

পূজামণ্ডপগুলো গোয়েন্দা নজরদারিতে : বেনজীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপে গোয়েন্দা নজরদারি করছে র‌্যাবের চৌকস দল। সেভাবেই মণ্ডপের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। মঙ্গলবার রাজধানীর কয়েকটি মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যের সঙ্গে নিরাপত্তায় র‌্যাবও থাকবে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরাও মোতায়েন থাকবে। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেজন্য নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়ে গেছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে। রাজধানীসহ সারাদেশে ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হচ্ছে।’ সাংবাদিকদের প্রশ্নে র‌্যাব প্রধান বলেন, ‘সব ধরনের শঙ্কা মাথায় নিয়ে ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হয়েছে। বৌদ্ধ, হিন্দু, খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসব পালন করা হয় এদেশে।’ রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/মাকসুদ/মুশফিক