আইন ও অপরাধ

শাহজালালে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  প্রায় সাড়ে ৪ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত সোনার বারের বর্তমান বাজার মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। বুধবার বিমানবন্দরে ওমানের মাস্কত থেকে আসা বিমানের সিটের ভিতর থেকে ওই সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমসের  সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, ইউএস বাংলার ফ্লাইট নং বিএস ৩২২ এর  ১১ এ এবং ১১বি  সিটের ভিতর থেকে ৪ কেজি ৬৪ গ্রাম সোনার বার উদ্ধার  হয়। বিমানটির বিভিন্ন স্থান তল্লাশির এক পর্যায়ে সিটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পায় ঢাকা কাস্টমস। সিটের নরম ফোম উঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়নো দুটি বান্ডিল পরে আছে। বান্ডিল দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরবর্তীকালে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে স্কচটেপে মোড়ানো ১০ তোলা ওজনের ৪০ পিস সোনার বার উদ্ধারপূর্বক মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

রাইজিংবিডি/ঢাকা/ ১১ অক্টোবর ২০১৭/এম এ রহমান/সাইফুল