আইন ও অপরাধ

আইনমন্ত্রী সুপ্রিম কোর্টে

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে এসেছেন। বুধবার বিকেল ৩টা থেকে সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির খাসকামরায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্ব নেওয়ার পর তাদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন বৈঠক শেষে  আইনমন্ত্রী আনিসুল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব পালনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আইনমন্ত্রী বলেন, ‘নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে আইন মন্ত্রণালয় সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর আগেও দুজন প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ কথাই বলেছিলাম।’

   

রাইজিংবিডি/ঢাকা/ ১১ অক্টোবর ২০১৭/মেহেদী/সাইফুল