আইন ও অপরাধ

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি : পাবনায় আওয়ামী লীগ নেতা তারেক আলী হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ  আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার বকশীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর ছেলে আতিক হোসেন (৩৮), একই উপজেলার হরিনারায়ণপুর গ্রামের তাহের আমিনের ছেলে মকবুল হোসেন (৫৫), জালালপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আসলাম উদ্দিন (৩৭) ও মনোহরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে তুরি কানা (৫৫)। সরকার পক্ষের আইনজীবী খন্দকার আহমেদ রকিব জানান, ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার জালালপুর বাজারে আওয়ামী লীগ নেতা তারেক আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার পর তার ভাই হারুন খাঁ বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেন।

 

 

রাইজিংবিডি/পাবনা/১২ অক্টোবর ২০১৭/শাহীন রহমান/উজ্জল