আইন ও অপরাধ

মিরপুরে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ : প্রতিবেদন ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে বর্ধমানবাড়ি এলাকার জঙ্গি আস্তানায় বিস্ফোরণের পর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা ‘অপমৃত্যু’ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৪ নভেম্বর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই মোহাম্মদ যুবায়ের প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম  জসিম উদ্দিন প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে গত ৪ সেপ্টেম্বর রাতে দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটককৃত দুই সহোদর হলেন- মাসুদ ও খোকন। ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুরের দারুস সালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ৬ সেপ্টেম্বর দিনভর আত্মসমর্পণের আহ্বানের পর সন্ধ্যা নাগাদ জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হয়। পরে তারা রাত পৌনে ১০টার দিকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে আস্তানায় আগুন ধরে যায়। ওই দিন অভিযান স্থগিত রাখে র‌্যাব। রাতে গোলাগুলির আওয়াজও শোনা যায়। পরের দিন ৭ সেপ্টেম্বর সকালে র‌্যাব জঙ্গি আস্তানায় অভিযান শুরু করলে প্রথমে তিনটিসহ মোট সাতটি মরদেহ পাওয়া যায়। প্রায় ১০০ ঘণ্টা জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৮ সেপ্টেম্বর সমাপ্ত ঘোষণা করা হয়। ওই ঘটনায় র‌্যাব-৪ এর উপসহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন। এরপর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৭/মামুন খান/এসএন