আইন ও অপরাধ

ল্যাবএইড গ্রুপের এমডিকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : রোগীদের কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা গ্রহণসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দেওয়া নোটিশে তাকে আগামী ১৯ অক্টোবর সকাল ৯টায় দুদক প্রধান কাযালয়ে ল্যাবএইড গ্রুপের এমডি ডা. এ এম শামীমকে হাজির হতে বলা হয়েছে। কমিশনের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানা যায়। অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম এমডিকে জিজ্ঞাসাবাদ করবেন। দুদক সূত্র জানা যায়, ল্যাবএইড গ্রুপ একই মেশিনারিজ বিভিন্ন ব্যাংকে বন্ধক দেখিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করেছে। এছাড়া গ্রুপের প্রতিষ্ঠান ল্যাবএইড প্রপার্টিজ বিভিন্নভাবে কাস্টমারদের থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর, গ্রুপের এমডি অবৈধ অর্থ দিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দেশের মধ্যে বহুতল অ্যাপার্টম্যান্ট ক্রয় করেছেন বলে দুদকের কাছে অভিযাগ রয়েছে। সামছুল আলমের নেতৃত্বে দুদকের উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানও অনুসন্ধান কাজে নিয়োজিত রয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/এম এ রহমান/মুশফিক