আইন ও অপরাধ

‘শপথ ভঙ্গ করেছেন প্রধান বিচারপতি’

নিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান বন্ধের নির্দেশনা দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যে চিঠি পাঠিয়েছেন তাতে তার শপথ ভঙ্গ হয়েছে বলে মন্তব্য  করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন। অ্যাটর্নি বলেন, ‘প্রধান বিচবারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনুরাগের বশবর্তী হয়ে চিঠি দিয়েছেন। শপথ অনুযায়ী রাগ-অনুরাগের বশবর্তী হয়ে কাজ করলে তাতে শপথ ভঙ্গ হয়ে যায়। যেহেতু অনুরাগের বশবর্তী হয়ে তিনি এ চিঠি দিয়েছেন, তাই এতে তার শপথ ভঙ্গ হয়েছে। প্রধান বিচারপতির এ কাজে বিচার বিভাগের  মর্যাদা ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।   রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/মেহেদী/মুশফিক