আইন ও অপরাধ

সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় সাংসদ সেলিম ওসমানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়নি। রোববার মামলাটিতে অভিযোগ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামি সেলিম ওসমান অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবী এসএম সিদ্দিকুর রহমান। ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে ২৬ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। তবে এদিন সেলিম ওসমানের সহযোগী অপর আসামি অপু আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত ২২ জানুয়ারি হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নারায়ণগঞ্জ আদালত থেকে ঢাকার সিজেএম আদালতে বিচারের জন্য বদলির নির্দেশ দেন। এরপর আদালত মামলাটি আমলে নেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০১৬ সালের ১৩ মে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করার ঘটনাটি প্রকাশ পেলে দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে। রাইজিংবিডি/ঢাকা/২২অক্টোবর ২০১৭/মামুন খান/ইভা