আইন ও অপরাধ

কাজলা বিলের পরিবেশ রক্ষায় হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি, পুকুর, খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মঙ্গলবার আবেদনকারীদের আইনজীবী তৈমুর আলম খন্দকার জানান, দুটি আবাসন প্রকল্প ওই এলাকার পরিবেশ ধ্বংসে লিপ্ত। আদালত সোমবার ওই এলাকার পরিবেশ রক্ষায় রুল জারি করেছেন এবং এলাকা পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশসচিবকে নির্দেশ দিয়েছেন। দুই সপ্তাহের মধ্যে ভূমিসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশসচিব, রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও উপপরিচালক (এনফোর্সমেন্ট), নারায়ণগঞ্জের ডিসি ও এসপিসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়াসহ চারজন। একটি জাতীয় দৈনিকে `রূপগঞ্জে কৃষি জমিতে আবাসন প্রকল্প’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন আবেদনে যুক্ত করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৭/মেহেদী/সাইফুল