আইন ও অপরাধ

বনানীতে গুলিতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দুর্বৃত্তদের গুলিতে সিদ্দিক হোসাইন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সিদ্দিক হোসাইন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘এম এস মুন্সী ওভারসীজের’ মালিক। গুলিবিদ্ধ অপর তিনজন হলেন- মুন্সী ওভারসীজের কর্মচারী মির্জা পারভেজ (৩০), মোখলেসুর রহমান (৩৫) ও মো. মোস্তাফিজুর রহমান (৩৯)। পুলিশ জানায়, বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাসায় সিদ্দিক হোসাইনের জনশক্তি রপ্তানির একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে দুর্বৃত্তরা ঢুকে গুলি করে পালিয়ে যায়। এতে সিদ্দিক হোসাইনসহ আরো তিনজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক মারা যান। বনানী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল মতিন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গুলশান জোনের উপ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

   

রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/মাকসুদ/ইভা