আইন ও অপরাধ

শাহজালালে বিদেশি সিগারেট ও সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট ও প্রায় ৫০০ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুল্ক করসহ এসব জব্দকৃত পণ্যের দাম প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা। শনিবার বিমানবন্দরে পৃথক অভিযানে এসব সিগারেট ও সোনা জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, শাহজালাল ‍বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট ও দুই যাত্রীর কাছ থেকে ৪৪৮ গ্রাম সোনা জব্দ করা হয়। ইমাম হোসেন নামের যাত্রীর কাছ থেকে ৪৮ কার্টন সিগারেট জব্দ করা হয়। তিনি দুবাই থেকে ঢাকায় আসেন। ওই কার্টনগুলোতে ৯ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট ছিল। একই ফ্লাইটের যাত্রী কামাল হোসেন এবং সালামের প‍কেট ও মানিব্যাগ থেকে ৪৪৮ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। ওই তিনজনের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/এম এ রহমান/রফিক