আইন ও অপরাধ

ক্লিনিকে লাশ জিম্মি করে রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা ব্যয় পরিশোধে ব্যর্থতার কারণে কোনো ক্লিনিক বা হাসপাতাল কর্তৃপক্ষের অসচ্ছল ব্যক্তির লাশ জিম্মি করে রাখার কোনো সুযোগ নেই মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই চিকিৎসা ব্যয় পরিশোধে একটি তহবিল গঠন করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। ২০১২ সালের ৮ জুন মোহাম্মদপুর সিটি হাসপাতালে অসচ্ছল এক ব্যক্তি তার সন্তানকে ভর্তি করেন। পরবর্তীতে সন্তানটি মারা গেলে ২৬ হাজার টাকা বেশি বিল দাবি করে লাশ হস্তান্তরে অস্বীকৃতি জানায়। পরে এই নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মনজিল মোরসেদ।

   

রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/মেহেদী/এসএন