আইন ও অপরাধ

কম্বলের ভেতরে সাড়ে ৬ কেজি সোনা!

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কম্বলের ভেতর থেকে সাড়ে ৬ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস। এসব সোনার দাম ৩ কোটি ৩৫ লাখ টাকা। ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বাহারাইন থেকে আসা আলম নামের এক যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছে। ঢাকা কাস্টমস জানায়, গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি অস্বীকার করেন। পরে ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভেতর থেকে ৫৮ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারগুলোর ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা। আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি নির্মাণ শ্রমিক। জিজ্ঞাসাবাদকালে আলম জানান, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেন। ফৌজদারি মামলা দায়ের করে আলমকে থানায় সোপর্দ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/এম এ রহমান/রফিক