আইন ও অপরাধ

জিদান হত্যা : সহপাঠীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় ছাত্র জিদান হত্যা মামলায় তার সহপাঠী মো. আবু বক্কর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার আবু বক্করকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রেজাউল করিম। আবু বক্কর স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শিক্ষকদের কাছ থেকে খবর পেয়ে সোমবার ভোরে মাদরাসার সেপটিক ট্যাঙ্ক থেকে জিদানের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করছেন মাদরাসার শিক্ষকরা। নিহত জিদান ওই মাদরাসার হেফজ শাখার ছাত্র এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জালেরশর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ছেলের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঢাকায় এসে তিনি পল্টন থানায় আবু বক্করের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বুধবার ভোরে আবু বক্করকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/মামুন খান/সাইফ