আইন ও অপরাধ

রাজধানীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে ২২ হাজার ২৬০ পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে মিরপুর মডেল থানাধীন মিরপুর ১০ নম্বরের মা ইলেক্ট্রনিক জোনের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছে থাকা অন্তর্বাসভর্তি একটি বস্তা থেকে ২২ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছেন রাবেয়া আক্তার। ইয়াবার উৎস সম্পর্কে তিনি জানিয়েছেন, কক্সবাজারের এক ব্যক্তি মিয়ানমার থেকে বিভিন্ন কসমেটিক্স, শাড়ি-কাপড় ইত্যাদি আমদানির আড়ালে ইয়াবা দেশে নিয়ে আসেন। পরে বিভিন্ন সোর্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিপণন করেন। তিনি বাহকের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা এনে অন্তর্বাস ব্যবসার আড়ালে রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করেন। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ নভেম্বর ২০১৭/নূর/রফিক